প্রোগ্রাম ফর হেলপলেস এন্ড ল্যাগড সোসাইটিজ (পালস) এর উদ্যোগে কমপ্লেইন্ট রেসপন্স মেকানিজম (সি.আর.এম) বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) ব্র্যাকের কারিগরি সহযোগিতায় পালসের কার্যনির্বাহী সদস্য উচ্চ পদস্ত কর্মকর্তা কর্মচারী এবং উপকাভোগীদের যৌথ অংশগ্রহণে কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ব্র্যাক এইচ.সি.এম.পি প্রকল্পের এমএনই প্রতিনিধি মুর্তুজ আলী।
কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে দিনব্যাপী কর্মশালার শুরিতে স্বাগত বক্তব্য দেন পালসের সভাপতি শিরীন নুর চৌধুরী।
ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার আকাইমং মার্মা (এ মং) এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- ব্র্যাক এইচ.সি.এম.পি প্রকল্পের প্রধান মতিন সর্দার, পালসের কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক মোহাম্মদ ইকবাল চৌধুরী, কোষাধ্যক্ষ একেএম মাহতাবুল ইসলাম, নির্বাহী সদস্য মনোয়ারা পারভীন, উপদেষ্টা অশোক সরকার, প্রকল্প ম্যানেজার খাইরুল আলম, প্রকল্প সমন্বয়কারী শফিকুল আকবর হেলাল, মনিটরিং অফিসার শাহাদাত হোসেন, এ্যাডমিন এন্ড ফাইন্যাস ম্যানেজার প্রশান্ত মিত্র।
কর্মশালার সমাপনী অধিবেশনে পালসের নির্বাহী পরিচালক আবু মোরশেদ চৌধুরী অংশগ্রহণকারী সকলকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক কার্য সম্পাদনের গুরুত্ব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মশালা থেকে ম্যাকানিজম জানার পর স্বাচ্ছ ও সুন্দরভাবে কার্য সম্পাদনের আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।